সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করেছে পুলিশ। উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

ডিসি মহিদুল ইসলাম আরও জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করে বিএনপি। এরই ধারাবাহিকতায় কে এম নুরুল হুদাসহ আরও ১৮ জনের নাম আসামি হিসেবে উল্লিখিত হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালও।

এর আগে সকালে, বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করে সাবেক সিইসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। এরপরই মামলাটি শেরেবাংলা নগর থানায় রুজু করা হয়।

গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

এলাকার খবর

সম্পর্কিত