ঢাকার সচিবালয়ের সামনে চলমান বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের পদত্যাগ দাবিতে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এই বিক্ষোভ এক পর্যায়ে রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়ায়, ভাঙচুর ও টিয়ারশেল নিক্ষেপে।
ফটক ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর শিক্ষার্থীরা বেলা দেড়টার দিকে সচিবালয়ের দিকে অগ্রসর হয়। প্রথমে তারা সচিবালয়ের ৩ নম্বর ফটকের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন। তবে বিকাল পৌনে চারটার দিকে উত্তেজনা বাড়তে থাকলে শিক্ষার্থীরা একটি গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন।
ভেতরে থাকা পার্কিং লটে শিক্ষার্থীদের হাতে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা অভিযানে নামে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল। পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে।
আন্দোলনের পেছনের কারণ
সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠে। ঘটনার প্রকৃত তথ্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া ওই দিন রাত পর্যন্ত আজকের (মঙ্গলবার) এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত না থাকায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
শেষ পর্যন্ত রাত প্রায় ৩টার দিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা ততক্ষণে ক্ষুব্ধ। মঙ্গলবার সকাল থেকেই তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজপথে নামে।