সারা দেশে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল শুক্রবার থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর বর্ষাকালের স্বাভাবিক ধারায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, “শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্থানে সূর্যের দেখা মিলতে পারে। তবে বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টি থেমে থেমে চলবে।”
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে যে সুস্পষ্ট লঘুচাপটি ছিল, তা স্থল নিম্নচাপে পরিণত হয়ে দেশজুড়ে বৃষ্টির সৃষ্টি করে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি ছিল এবং আগামী কয়েকদিনও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ বর্ষা মৌসুমে দেশে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টির কারণে বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা আপাতত নেই।
তবে হাফিজুর রহমান সতর্ক করে বলেন, “উজানে ভারী বৃষ্টি হলে তা বাংলাদেশের নদ-নদীতে পানি বৃদ্ধি ঘটাতে পারে, যা কিছুটা প্রভাব ফেলতে পারে বন্যা পরিস্থিতিতে।”