রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোট ইস্যুতে দায়িত্ব স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা। মঙ্গলবার (১ জুলাই) দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত সংস্থা পিবিআই।

তদন্ত কর্মকর্তা, পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতকে জানান, নূরুল হুদা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হয়েছেন। এরপর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

মামলার মূল অভিযোগে বলা হয়েছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে, মিথ্যা মামলা দিয়ে এবং গুম-খুন-নির্যাতনের মাধ্যমে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়। এসব ঘটনার মাধ্যমে সংবিধান, নির্বাচনী আচরণবিধি এবং সরকারি কর্মচারীদের নিরপেক্ষতার নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

মামলাটি দায়ের করেন বিএনপি-র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। গত ২২ জুন শেরে বাংলা নগর থানা-য় দায়ের করা এই মামলায় তিনজন সাবেক সিইসি—কাজী রকিবউদ্দীন আহমদ (২০১৪), নূরুল হুদা (২০১৮) এবং কাজী হাবিবুল আউয়াল (২০২৪)—সহ সংশ্লিষ্ট সময়ের নির্বাচন কমিশনারদের অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া, মামলায় আসামি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ছয় পুলিশ মহাপরিদর্শককে—যারা হলেন হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মামলার দিনই নূরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ এবং পরদিন আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৭ জুন আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা অবস্থায় অভিযুক্তরা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেছেন, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এলাকার খবর

সম্পর্কিত