বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল, যেভাবে জানবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. সি আর আবরার জানান, পরীক্ষার দুই মাসেরও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের ফল প্রকাশ হবে অনাড়ম্বরভাবে, ফলে কোনো আনুষ্ঠানিক ফল হস্তান্তর অনুষ্ঠান থাকছে না।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ বোর্ডের অধীনে পরীক্ষার ফল একযোগে প্রকাশ করবে। বুধবার মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এসব তথ্য জানান উপদেষ্টা ড. আবরার।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এতে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

এর আগে মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলাফল ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশ করা হবে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নেওয়া পরীক্ষার ফলাফল বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পাওয়া যাবে।

ফলাফল জানার উপায়

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, সাল, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে। পাশাপাশি প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে প্রতিষ্ঠান প্রধানদের EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটের Result Corner থেকে ফলাফল ডাউনলোড করতে হবে।

ফলাফল মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এ পদ্ধতির বিস্তারিত নির্দেশনা ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেড জানাবে।

এলাকার খবর

সম্পর্কিত