বিতর্কিত স্ট্যাটাস: সাবেক ম্যাজিস্ট্রেট ঊর্মি চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি: Independent Television
ছবি: Independent Television

সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাটের সাবেক সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এতে জানানো হয়, ২০২৩ সালের ৬ অক্টোবর ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের কারণে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর আওতায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্তে ‘অসদাচরণ’ প্রমাণিত হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনে তাকে চাকরিচ্যুত করা হয়।

ঊর্মি সেই স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে লেখেন, “রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি... কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।”

পূর্বেও তিনি শহীদ আবু সাঈদ ও গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ঘটনার পর তাকে ওএসডি এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আদালতেও একটি মামলা চলমান।

এলাকার খবর

সম্পর্কিত