গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে যে সব বিদেশি পর্যবেক্ষক সংস্থা বৈধতা দিয়েছে, তাদের আগামী জাতীয় নির্বাচনে আর আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আমরা ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, আগত নির্বাচনে অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষকরা অংশ নেবেন। তবে যেসব সংস্থা বিগত তিনটি নির্বাচনে প্রশ্নবিদ্ধ অবস্থায়ও অন্ধভাবে ইতিবাচক প্রতিবেদন দিয়েছে, তাদের এবার আর ডাকা হবে না।
তিনি আরও জানান, কানাডার হাইকমিশনার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশনের পক্ষ থেকে ভোটারদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ, প্রশিক্ষণ কার্যক্রম এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।
এএমএম নাসির উদ্দিন বলেন, ‘কানাডা চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সে লক্ষ্যে তারা আমাদের সঙ্গে সহযোগিতায় আগ্রহী।’
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, ‘এই বিষয়ে কানাডা থেকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে বলে আশা করছি।’
বৈঠক শেষে কানাডার হাইকমিশনার জানান, নির্বাচন কমিশনের অঙ্গীকার তাদের আশ্বস্ত করেছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কানাডা সহায়তা দিতে প্রস্তুত।