ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়কালকে সামনে রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সরকার যখনই চাইবে, নির্বাচন কমিশন প্রস্তুত থাকবে।”

তিনি আরও জানান, কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং ন্যায্যতার ভিত্তিতে সব সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে নির্বাচন প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান সিইসি, তবে নির্বাচন কবে হবে—সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।

সিইসি নাসির উদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে তিনি জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন। আমরা জানিয়েছি, কমিশনের কার্যক্রম পুরোদমে চলছে।”

তিনি জানান, নির্বাচনের তফসিল প্রচলিত নিয়ম অনুযায়ী ভোটের দুই মাস আগে ঘোষণা করা হবে। কমিশনের প্রস্তুতির বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, “সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এর আগে, গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে।

এছাড়া, গত ১৩ জুন লন্ডন-এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়—পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে পারে।

এলাকার খবর

সম্পর্কিত