ঢামেকের হল পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

 ছবি:
ছবি:

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে হল পরিদর্শনের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। তারা জানিয়েছেন, সোমবার দুপুর ১২টায় নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই আল্টিমেটাম দেন। যদিও কলেজ কর্তৃপক্ষ তাদের রোববার দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছিল, শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন।

তাদের স্পষ্ট বক্তব্য—দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছাড়বেন না এবং হলেই অবস্থান করবেন।

নিরাপদ আবাসনের দাবিতে শিক্ষার্থীরা প্রায় এক মাস ধরে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছেন। পাঁচ দফা দাবিতে তাঁরা গতকাল শনিবারও মানববন্ধন করেন ক্যাম্পাসে।

এর মধ্যে শনিবার ঢামেকের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে কলেজের এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের রবিবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়তে বলা হয়।

ওই জরুরি সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, ভাইস প্রিন্সিপাল ডা. ফারুক আহমেদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো:

১. ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণে জরুরি বাজেট পাস
২. বিকল্প আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সাময়িক থাকার ব্যবস্থার নিশ্চয়তা
৩. নতুন ও বিকল্প আবাসনের জন্য পৃথক বাজেট এবং দ্রুত বাস্তবায়ন
৪. ঝুঁকিপূর্ণ পুরোনো একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা ও নতুন ভবনের বাজেট পাস
৫. শিক্ষার্থীদের মধ্য থেকে তদারকির জন্য প্রতিনিধি নিয়োগ 

এলাকার খবর

সম্পর্কিত