ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ছাড়াল, একদিনে আক্রান্ত ৩১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২,২৭১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৭ জন, তবে কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। একদিনে ৩২৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের, আর আক্রান্ত ছিলেন ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ।

বিষয়:

ডেঙ্গু রোগ
এলাকার খবর

সম্পর্কিত