ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের আইজি, র‍্যাব, বিজিবি ও আনসারসহ সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাত ৮টায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই বৈঠক নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নিয়োগ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়সহ সব ধরনের প্রস্তুতি শেষ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নির্বাচনকালীন সময়েও নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দিয়েছেন। 

এলাকার খবর

সম্পর্কিত