সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
চলতি জুন মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৯ জনে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮০ জন রোগী। এর মধ্যে রাজধানী ঢাকায় ৩১০ জন ও ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে ভর্তি আছেন ৭৭০ জন।
বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোতেও নতুন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম (সিটি এলাকার বাইরে) ৫৮ জন, ঢাকার বাইরের এলাকাগুলোতে ৩৫ জন, খুলনায় ৮ জন, রাজশাহীতে ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। মৃতদের মধ্যে নারী ও পুরুষ সমান—প্রত্যেকে ১৭ জন করে। সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ১ লাখ ৪০ জন।