দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন রোগী। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৬ জন।
বুধবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে—মোট ১১৮ জন। চট্টগ্রাম ও ঢাকা (সিটি করপোরেশন এলাকা বাদে) বিভাগে ভর্তি হয়েছেন ৪৩ জন করে। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন এবং উত্তর সিটিতে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহীতে ২৯ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হন।
একই সময়ে ৩১৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭ হাজার ৭৪৯ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।