জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে বলেন, আমি দায়ী।
এদিন, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। মামলায় সূচনা বক্তব্য আগামী ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৪ আগস্ট থেকে।
এর আগে, সকালে মামলার অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জুলাই-আগস্ট গণহত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে। মামলার তিন আসামি হলেন: শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি মামুন।
গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল ২০ এপ্রিলের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে নির্দেশ দেয়। তদন্ত শেষে ১২ মে প্রতিবেদন জমা দেওয়া হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার চলছে। আন্দোলন দমনে অভিযানে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়।