চ্যালেঞ্জ সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সব চ্যালেঞ্জ সত্ত্বেও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার খুব শিগগিরই নির্বাচন সংক্রান্ত চিঠি পাঠাবে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক ঐকমত্য গঠনের পর দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। গণমাধ্যমই হলো স্বচ্ছ নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক। আমরা চাই, একটি আয়নার মতো স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হোক।”

সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার চিঠি এখনও না আসা প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা আশা করছি, অচিরেই সেই চিঠি পাব। নির্বাচন নিয়ে আলোচনার মধ্যেই রয়েছে সরকার। কমিশন আগেই প্রস্তুতি গ্রহণ করেছে, এবং সব প্রতিবন্ধকতা মাথায় রেখেই আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতির বড় একটি অংশ সম্পন্ন হয়ে যাবে।

এলাকার খবর

সম্পর্কিত