করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের প্রভাব। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, আরেকজন ৪১-৫০, একজন ৬১-৭০, একজন ৭১-৮০ এবং একজন ৯১-১০০ বছর বয়সী।

মৃতদের মধ্যে একজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা। এদের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং চারজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের। ২০২৫ সালেই মৃত্যু হয়েছে ১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন, যাদের মধ্যে এ বছর শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনাভাইরাসের নতুন ঢেউ থেকে রক্ষা পেতে আগেভাগেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এলাকার খবর

সম্পর্কিত