জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি থেকে প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
উল্লেখযোগ্য যে, কর্মসূচির অংশ হিসেবে 'এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট' ঘোষণার পর তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
ফারুকী তার পোস্টে জানান, "জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে শুরু থেকেই আমাদের কিছুটা দ্বিধা ছিল। ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচিটিকে অনেকেই ভালো আইডিয়া হিসেবে মনে করেননি। পরে নানা আলোচনায় তা আবার কর্মসূচিতে যুক্ত হয়। বড় পরিসরের কর্মসূচিতে এমন ভুল কখনও কখনও চোখ এড়িয়ে যেতে পারে।"
তিনি আরও বলেন, “আমরা আপনাদের মতামতের প্রতি কৃতজ্ঞ। দ্রুত একটি সভা করে সিদ্ধান্ত নিয়েছি—প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচিটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত স্লাইড শেয়ার করা হয়েছে। তবে বাকি সব কর্মসূচি আগের মতোই থাকবে। চলুন, আবার যুক্ত হই, দলবদ্ধ হই এবং জ্বালিয়ে তুলি সেই ‘জুলাই আগুন’।"