ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান কোনো অবস্থাতেই পরাজয় স্বীকার করবে না এবং আত্মসমর্পণ করবে না। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ‘ভুলের মাশুল’ দাবি করেছেন। খবর আল-জাজিরার।
খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিদের তীব্র সমালোচনা করে বলেন, ‘ইরানের ইতিহাস জানে এমন কেউই এই জাতির সঙ্গে উচ্চকন্ঠে, ধমকের সুরে কথা বলে না।’
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ‘যদি আমেরিকা কোনো সামরিক হস্তক্ষেপে নামে, তার পরিণতি হবে অপূরণীয়।’
এই বক্তব্য এমন সময় এল যখন ইসরায়েল ও ইরানের সংঘাত ষষ্ঠ দিনে পৌঁছেছে। এর আগে মঙ্গলবার ট্রাম্প সামাজিক মাধ্যমে খামেনিকে ‘তথাকথিত’ সর্বোচ্চ নেতা বলে অবমাননা করেন এবং বলেন, খামেনিকে এখনই হত্যা করবেন না। এ পোস্টে ট্রাম্প আরও বলেছেন, ‘ইরানের আকাশ এখনও আমাদের নিয়ন্ত্রণে’। ওই পোস্টে ইরানকে শর্তহীন আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প।