বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

আজকের মতামত ডেস্ক
 ছবি:
ছবি:

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’র প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা।

ম্যাচের প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে টাইগ্রেসরা নিশ্চিত করে একতরফা জয়। বাংলাদেশের বিশ্ব র‍্যাংকিং ১২৮ হলেও ৩৬ ধাপ এগিয়ে থাকা (র‍্যাংকিং ৯২) বাহরাইন পুরো ম্যাচজুড়ে ছিলেন নিষ্প্রভ। বল দখল, আক্রমণ কিংবা গতির দিক থেকে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। 

খেলার ১০ মিনিটে শামসুন্নাহারের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। ১৫ মিনিটে দর্শনীয় কৌশলে দ্বিতীয় গোল। ৪২ মিনিটে কর্নার থেকে কোহাতির শট বাহরাইনের জালে। প্রথমার্ধের ইনজুরি টাইমে তহুরা খাতুন তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে করেন ৫-০।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে শামসুন্নাহার ও ৭৫ মিনিটে মুনকির গোলে জয় নিশ্চিত হয় ৭-০ ব্যবধানে।

এই গ্রুপে স্বাগতিক মিয়ানমার একই দিন ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারিয়েছে। ফলে আগামী ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচেই নির্ধারিত হবে কে যাবে মূল আসরে, যা আগামী বছর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ দলের এমন জয় শুধু স্কোরলাইনের দিক থেকে নয়, পারফরম্যান্সের মানদণ্ডেও দেশের নারী ফুটবলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। 

এলাকার খবর

সম্পর্কিত