বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামপুর দক্ষিণ থানার রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রুকন এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ মজলিসে শুরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানার আমীর মুহতারাম মোঃ কামরুল আহসান। তিনি তার বক্তব্যে রুকনদের উদ্দেশে বলেন, দেশের চলমান সংকট নিরসনে এবং ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি সদস্যকে আদর্শিকভাবে দৃঢ় থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য, শ্যামপুর-কদমতলী জোন পরিচালক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৪ আসনের এমপি প্রার্থী, মাটি ও মানুষের নেতা জননেতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন। তিনি তার বক্তৃতায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনসেবামূলক কর্মকাণ্ড এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য আমাদেরকে সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী হতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

দারসুল কুরআন পেশ করেন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুফতি মোঃ মহিউদ্দিন। 

সম্মেলন পরিচালনা করেন শ্যামপুর দক্ষিণ থানার সংগ্রামী সেক্রেটারি জনাব মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে থানার কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড সভাপতি এবং বহু রুকন ও সুধীজন উপস্থিত ছিলেন।

সম্মেলনের মাধ্যমে উপস্থিতিদের মাঝে নতুন উদ্দীপনা ও অঙ্গীকারের সঞ্চার ঘটে, যা আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

বিষয়:

রাজনীতি
এলাকার খবর

সম্পর্কিত