বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, “পাটগ্রামের ঘটনা আমাদের চোখের সামনে, আর কিছু বলার প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে নির্বাচন কীভাবে সম্ভব? আগে অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে।”
শুক্রবার (৪ জুলাই) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ গঠনের লক্ষ্যে যে রাজনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে, তা অত্যন্ত জরুরি। যদি মৌলিক বিষয়ে কার্যকর সংস্কার হয়, তাহলে একটি ভালো নির্বাচন সম্ভব। আর যদি সে সুযোগ না থাকে, তবুও সংস্কার করে নির্বাচনকে গ্রহণযোগ্য করতেই হবে।”
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোনো ধরনের ‘মব’ বা সহিংসতায় জড়িত নয়। “মব কালচার বাংলাদেশে নতুন কিছু না, এটি ১৯৭২ সাল থেকেই চলছে। তবে আমরা এর ঘোর বিরোধী। আমাদের কোনো কর্মী-সমর্থক এসব কর্মকাণ্ডে জড়িত নেই,” বলেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, “যেসব দলের কর্মীরা মবের সঙ্গে জড়িত, তাদের নিজ নিজ দায়িত্বে এটি নিয়ন্ত্রণ করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই হবে না—রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখা। এরপর রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে।”