বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর রহমত এবং জনগণের ভালোবাসায় জামায়াত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে আমাদের কোনো মন্ত্রী বা এমপি সরকারি প্লট গ্রহণ করবে না, ট্যাক্সমুক্ত গাড়ি ব্যবহার করবে না, এমনকি নিজের হাতে অর্থ লেনদেনও করবে না। বরাদ্দপ্রাপ্ত কাজ শেষ হলে তারা ১৮ কোটি মানুষের সামনে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, চাঁদা নেব না, দুর্নীতিতে জড়াব না। কারো কাছ থেকে চাঁদাও নিতে দেব না, দুর্নীতিও বরদাস্ত করব না। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।
যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের পাশে আমরা আছি। আমি আজ এখানে শুধুমাত্র জামায়াতের আমির হিসেবে আসিনি, এসেছি ১৮ কোটি মানুষের একজন প্রতিনিধি হিসেবে। শিশুদের বন্ধু, যুবকদের ভাই ও প্রবীণদের সহযোদ্ধা হয়ে আমি কথা বলতে এসেছি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এই সংগ্রাম কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য নয়। রাস্তাঘাটে কাজ করা পরিচ্ছন্নতাকর্মী, চা-বাগানের শ্রমিক, রিকশাচালক, কৃষক—এই দেশের পরিশ্রমী মানুষদের জন্য আমরা কথা বলছি। আমি অভিজাতদের মুখপাত্র নই।
তিনি আফসোস করে বলেন, জুলাই বিপ্লবের সময় আমি শহীদ হতে পারিনি। জেল-জুলুমকে আমি কখনও ভয় করিনি। কিন্তু যাঁরা ২০২৪ সালে জাতির মুক্তির জন্য প্রাণ দিলেন, আমি তাঁদের কাতারে থাকতে পারিনি—এটাই আমার দুঃখ।
সবশেষে তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতের সংগ্রামে আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দেন।