১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউব নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক–ইনস্টাগ্রামের মতো ইউটিউবও নিষিদ্ধ হচ্ছে। আগামী ডিসেম্বর মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটিতে এ বয়সী শিশুদের জন্য টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স এবং স্ন্যাপচ্যাট নিষিদ্ধ করার সিদ্ধান্ত আগেই হয়েছে, তবে ইউটিউব নিয়ে এমন সিদ্ধান্ত ছিল না। এবার তা কার্যকর হচ্ছে।

প্রতিবেদন বলছে, নিষেধাজ্ঞার অধীনে কিশোর-কিশোরীরা ইউটিউব ভিডিও দেখতে পারবে কিন্তু তাদের অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হবে না। প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড বা ইন্টারঅ্যাক্টের সুযোগ থাকছে না।

গুগলের মালিকানাধীন ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, এটি শিশুদের জন্য ব্লক করা উচিত নয়, কারণ প্ল্যাটফর্মটি অস্ট্রেলীয় তরুণদের জন্য সুবিধা এবং দেয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়।

অস্ট্রেলিয়ার আইন বিশ্ব নেতারা অত্যন্ত আগ্রহের সাথে অনুসরণ করছেন বলেই ধরে নেওয়া হয়। নরওয়ে একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। যুক্তরাজ্য জানিয়েছে, তারাও এটি অনুসরণ করার কথা বিবেচনা করছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের শিশুদের সামাজিক ক্ষতি করছে। আমি চাই অস্ট্রেলিয়ান বাবা-মায়েরা জানুক, আমরা তাদের সাথে আছি। আমরা জানি এটিই একমাত্র সমাধান নয়। তবে এটি একটি পরিবর্তন আনবে।

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট গত মাসে ইউটিউবকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার সুপারিশ করেছিলেন। এর কারণ হিসেবে বলা হয়, এটি সবচেয়ে বেশি উল্লেখিত প্ল্যাটফর্ম যেখানে ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুরা ক্ষতিকারক সামগ্রী দেখে।

বুধবারের ঘোষণার পর ইউটিউবের একজন মুখপাত্র বলেছেন, তারা পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করবে এবং সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে।

বিষয়:

ইউটিউব
এলাকার খবর

সম্পর্কিত