সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দুইটার দিকে হাবিবুল আউয়ালকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে অনিয়মসংক্রান্ত একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আজ আদালতে তোলা হবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

এর আগে, গত ২২ জুন আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাঁকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে একটি মামলায় রিমান্ডে নেওয়া হয়।

এলাকার খবর

সম্পর্কিত