যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য কমনওয়েলথ ফেলোশিপে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই ফেলোশিপের আওতায় প্রার্থীরা শুধু মাসিক ভাতা নয়, বরং যাতায়াত, ভিসা ও অন্যান্য খরচ বাবদও নানা সুবিধা পাবেন।
আর্থিক সুবিধাসমূহ:
আকাশপথে যাতায়াতের সম্পূর্ণ খরচ: নিজ দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া এবং ফিরে আসার উড়োজাহাজ টিকিট;
ভিসা প্রসেসিং ফি বহনের সুযোগ;
লিভিং অ্যালাউন্স: মাসিক ২,১০৪ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৪৫,৩৬৭ টাকা, ১ পাউন্ড = ১৬৪.১৫ টাকা ধরে)।
তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় বসবাসকারীদের জন্য এই অ্যালাউন্স বেড়ে হবে ২,৬১২ পাউন্ড;
সেটলমেন্ট ভাতা হিসেবে অতিরিক্ত ১,১৮৩.২০ পাউন্ড;
ভ্রমণ ও সভায় অংশগ্রহণ বাবদ অতিরিক্ত ২,০০০ পাউন্ড পর্যন্ত ভাতা।
আবেদনের যোগ্যতা:
কমনওয়েলথভুক্ত দেশের স্থায়ী নাগরিক বা স্বীকৃত শরণার্থী হতে হবে;
প্রার্থীকে অবশ্যই চাকরিরত থাকতে হবে, যাতে ফেলোশিপ শেষে আগের কর্মস্থলে পুনরায় যোগ দিতে পারেন;
চাকরিদাতা প্রতিষ্ঠানের দুজন ব্যক্তিকে রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে;
স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে এখানে ক্লিক করুন।