হজে ৪১ বাংলাদেশির মৃত্যু, ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

চলতি বছরের পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫১৩ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন। তাদের বহনকারী মোট ১৬০টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এ যাত্রা সম্পন্ন হয়।

হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর ঘটনাগুলোর বেশিরভাগ ঘটেছে মক্কায় (২৬ জন), মদিনায় (১২ জন), জেদ্দায় (২ জন) এবং আরাফায় (১ জন)।

ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ২৬ হাজার ৭৬৭ জন, সৌদি এয়ারলাইন্সে ২৪ হাজার ৯৭০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন।

এ বছর হজে অংশ নিতে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন সৌদি আরব গিয়েছিলেন। তাদের বহনে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায় ২৯ এপ্রিল, এবং শেষ ফ্লাইটটি সৌদির উদ্দেশে পাড়ি জমায় ১ জুন।

ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয় ১০ জুন থেকে, প্রথম ফ্লাইটে ৩৬৯ জন হাজি দেশে ফেরেন। এখন পর্যন্ত দেশে ফেরা হাজিদের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত