ফেনীতে রেকর্ড ৪৪১ মিলিমিটার বৃষ্টি, মুহুরী নদীর বাঁধে ভাঙন

ফেনী প্রতিনিধি
 ছবি:
ছবি:

গত ২৪ ঘণ্টায় ফেনী জেলায় ৪৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা এ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বৃষ্টির ফলে মুহুরী নদীর বাঁধে চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

ফেনী আবহাওয়া অফিস-এর ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, সোমবার (৭ জুলাই) বিকেল ৬টা থেকে মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত সময়ে এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

টানা বর্ষণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে খেটে খাওয়া মানুষসহ সাধারণ নাগরিকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

এদিকে সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ (৮ জুলাই) বিকেল ৪টা থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড-এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, মুহুরী নদীর বাঁধে চারটি স্থানে ভাঙন দেখা গেছে। স্থানগুলো হলো— জঙ্গলঘোনার দুটি স্থান, সাহেবনগর, দেড়পাড়া এবং গদানগর। এছাড়া ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে।

বিষয়:

ফেনী
এলাকার খবর

সম্পর্কিত